Monday, November 9, 2015

0

পেন-ড্রাইভকে এমনভাবে প্রটেক্ট করুণ ফ্রীতে এবং সবচেয়ে কার্যকরী উপায়ে যাতে কেউ ক্র্যাক করতে না পারে

Posted in ,


আমরা অনেকেই পেন-ড্রাইভ ব্যাবহার বিভিন্ন কম্পিউটারে। মানুষ মাত্রই ভুল বলে অনেক সময় ভুলে যাই কোথায় রেখে এসেছি। তাই, আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারি যেন আমাদের যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে অথবা, অন্যের হাতে না চলে যায়।
আজ আপনাদের সবচেয়ে কার্যকরী একটি ইনক্রিপ্সন মেথড সম্পর্কে জানাবো, যাতে করে আপনার ইউএসবি/পেন-ড্রাইভ অন্যের হাতে চলে গেলেও তা আপনি ছাড়া অন্য কেউ ক্র্যাক করতে পারবে না।
কি কি লাগবে?
– অবশ্যই পেন-ড্রাইভ
– TrueCrypt নামে সফটওয়্যার যা আপনি এখান থেকেঃ এখানে ক্লিক করুন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন।
কিভাবে ইনক্রিপ্ট করবেন?
  • – ইউএসবি / পেন-ড্রাইভ প্লাগ-ইন করুণ।
  • – Truecrypt ইন্সটল করে রান করুণ।
  • – “Create Volume.” ক্লিক করুণ
  • – একটি নতুন উইজার্ড ওপেন হবে।
  • – “encrypt a non-system drive.” ক্লিক করুণ।
  • – “next” ক্লিক করুণ
  • – “Volume Type” জানতে চেয়ে নতুন স্ক্রিন আসবে
  • – “Standard TrueCrypt Volume.” সিলেক্ট করুণ
  • – “next.” ক্লিক করুণ
  • – এখন, “Volume Location” স্ক্রীন আসবে
  • – “select device” ক্লিক করুণ স্ক্রীনের ডান দিক থেকে।
  • – “next.” ক্লিক করুণ।
  • – “Volume Creation Mode” স্ক্রীন আসবে
  • – “create encrypted volume and format it.” ক্লিক করুণ
  • – “next.” ক্লিক করুণ
  • – “Encryption Options” স্ক্রীন আসবে
  • – কোন কিছু পরিবর্তন না করে “next.” ক্লিক করুণ
  • – “Volume Size” স্ক্রীন আসবে
  • – “next.” ক্লিক করুণ
  • – “Volume Password” স্ক্রীন আসবে
  • – ২০ অক্ষরের একটি পাসওয়ার্ড দিন
  • – “next.” ক্লিক করুণ
  • – “Large Files” স্ক্রীন আসলে “no” দিন
  • – “next.” ক্লিক করুণ
  • – “Volume Format” স্ক্রীন আসবে
  • – এখন, মাউস নিয়ে স্ক্রিনের ভেতরে নাড়াচাড়া করুণ। যতই নাড়বেন ততই সুরক্ষিত হবে আপনার ড্রাইভ।
  • – “format” ক্লিক করুণ (পুরনো ডাটা ব্যাকআপ করতে ভুলবেন না যেন)
  • – “ok” ক্লিক করুণ
  • – ব্যাস আপনার ড্রাইভকে এখন Uncrackable বলা চলে।
আশা করি অনেকএই এই পোস্ট থেকে উপকার পাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান

0 comments: