Next
Previous

Saturday, November 14, 2015

0

SiteMap

Monday, November 9, 2015

0

আর নয় mouse এর উপর টর্চার (torture) শুধু keyboard দিয়ে কাজ করুন এবং চমকে দিন সকলকে!!!

Posted in ,

আমার সবাই microsoft windows ব্যবহার  করি কিন্তু আমরা অনেকেই এর shortcut গুলো জানি না এইগুলা জানা থাকলে আমার ও হতে পারব এক্সপার্ট অফ কম্পিউটার without mouse।
এখানে ১০০ এর মতো shortcut আছে
Keyboard Shortcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)
Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
MMC Console keyboard shortcuts
1. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
2. F1 key (Open the Help topic, if any, for the selected item)
3. F5 key (Update the content of all console windows)
4. CTRL+F10 (Maximize the active console window)
5. CTRL+F5 (Restore the active console window)
6. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
7. F2 key (Rename the selected item)
8. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)
Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web page)
11. CTRL+W (Close the current window)
0

ডাউনলোড করুন উইন্ডোজ ৮.১ এর সকল Editions সঙ্গে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক!!!

Posted in , ,

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।  আসলেই পিসি চালাতে জিনিসটা খুব  দরকার। আমি  আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটা হলো, Windows 8.1 All Editions সাথে Direct Download Links। আশা করি সবার কাজে লাগবে। উইন্ডোজ নিয়ে তো সবাই জানেন, তবুও বলছি নতুন অনেকে জানে না। আমি ও জানি না ভাল করে তবুও বলার চেষ্টা করছি। উইন্ডোজ হলো এক ধরনের অপারেটিং সিস্টেম যা দিয়ে আপনার পিসি চলে এবং আপনি যে কোন কাজ করতে পারেন। এই উইন্ডোজ নানা রকম ভার্সনের হয়, যেমন- windows xp, windows 7. windows 8, windows 8.1। একটা একটা অরজিনাল উইন্ডোজ এর দাম হাজার হাজার টাকা যা, আমাদের দেশের মানুষ কিনতে পারে না, কিনতে পারব না বলে কি আমরা উইন্ডোজ ব্যাবহার করি না, ব্যাবহার করি তবে কপি। আজ আমি আপনাদের জন্য একটা  আপডেট ভার্সন দিব, windows 8.1 যাদের যাদের লাগবে তারা এখনি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। আপনাদের জন্য windows 8.1 all edition এর ডাউনলোড লিঙ্ক দেওয়া হল। আশা করি সবাই ডাউনলোড করতে পারবেন এবং আপনার পিসি তে উইন্ডোজ সেট up করবেন।

Feature:
  • Multitask with apps
  • Search once, go anywhere
  • Your Windows, everywhere
  • Great apps come standard.
Windows 8.1 All Editions

নিচের লিঙ্ক থেকে এখনি ডাউনলোড করে নিন উইন্ডোজ এর 32 bit এবং 64 bit

Windows 8.1 Edition Direct Links ( for available)
Windows 8.1 All in One (20 Editions)
Windows 8.1 Blue Preview
Windows 8.1 Pro
Windows 8.1 Enterprises
Torrent Links
Windows 8.1 All in One (10 Editions)
Windows 8.1 RTM
Windows 8.1 Pro
Windows 8.1 Enterprises
Windows 8.1 Server 2012
Windows 8 + Server 2012 All in One (19 Editions Pre-activated)
Activator/Crack:
Any Windows 8.1 Edition/Build can be activated : Windows 8.1 Complete  activator is Here !
0

পেন-ড্রাইভকে এমনভাবে প্রটেক্ট করুণ ফ্রীতে এবং সবচেয়ে কার্যকরী উপায়ে যাতে কেউ ক্র্যাক করতে না পারে

Posted in ,


আমরা অনেকেই পেন-ড্রাইভ ব্যাবহার বিভিন্ন কম্পিউটারে। মানুষ মাত্রই ভুল বলে অনেক সময় ভুলে যাই কোথায় রেখে এসেছি। তাই, আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারি যেন আমাদের যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে অথবা, অন্যের হাতে না চলে যায়।
আজ আপনাদের সবচেয়ে কার্যকরী একটি ইনক্রিপ্সন মেথড সম্পর্কে জানাবো, যাতে করে আপনার ইউএসবি/পেন-ড্রাইভ অন্যের হাতে চলে গেলেও তা আপনি ছাড়া অন্য কেউ ক্র্যাক করতে পারবে না।
কি কি লাগবে?
– অবশ্যই পেন-ড্রাইভ
– TrueCrypt নামে সফটওয়্যার যা আপনি এখান থেকেঃ এখানে ক্লিক করুন আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন।
কিভাবে ইনক্রিপ্ট করবেন?
  • – ইউএসবি / পেন-ড্রাইভ প্লাগ-ইন করুণ।
  • – Truecrypt ইন্সটল করে রান করুণ।
  • – “Create Volume.” ক্লিক করুণ
  • – একটি নতুন উইজার্ড ওপেন হবে।
  • – “encrypt a non-system drive.” ক্লিক করুণ।
  • – “next” ক্লিক করুণ
  • – “Volume Type” জানতে চেয়ে নতুন স্ক্রিন আসবে
  • – “Standard TrueCrypt Volume.” সিলেক্ট করুণ
  • – “next.” ক্লিক করুণ
  • – এখন, “Volume Location” স্ক্রীন আসবে
  • – “select device” ক্লিক করুণ স্ক্রীনের ডান দিক থেকে।
  • – “next.” ক্লিক করুণ।
  • – “Volume Creation Mode” স্ক্রীন আসবে
  • – “create encrypted volume and format it.” ক্লিক করুণ
  • – “next.” ক্লিক করুণ
  • – “Encryption Options” স্ক্রীন আসবে
  • – কোন কিছু পরিবর্তন না করে “next.” ক্লিক করুণ
  • – “Volume Size” স্ক্রীন আসবে
  • – “next.” ক্লিক করুণ
  • – “Volume Password” স্ক্রীন আসবে
  • – ২০ অক্ষরের একটি পাসওয়ার্ড দিন
  • – “next.” ক্লিক করুণ
  • – “Large Files” স্ক্রীন আসলে “no” দিন
  • – “next.” ক্লিক করুণ
  • – “Volume Format” স্ক্রীন আসবে
  • – এখন, মাউস নিয়ে স্ক্রিনের ভেতরে নাড়াচাড়া করুণ। যতই নাড়বেন ততই সুরক্ষিত হবে আপনার ড্রাইভ।
  • – “format” ক্লিক করুণ (পুরনো ডাটা ব্যাকআপ করতে ভুলবেন না যেন)
  • – “ok” ক্লিক করুণ
  • – ব্যাস আপনার ড্রাইভকে এখন Uncrackable বলা চলে।
আশা করি অনেকএই এই পোস্ট থেকে উপকার পাবেন।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান
0

জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে ! ! !

Posted in

জিমেইল ইউজারদের স্বাগত জানাচ্ছি আমার আজকের পোস্টে। আপনার জিমেইল অ্যাকাউন্টে কি জমে আছে হাজার হাজার মেইল? আপনি কি সব ইমেইল এক ক্লিকেই এবং খুব সহজেই ডিলেট করে ফেলতে চাচ্ছেন? আপনার জন্য নিয়ে এলাম সহজ ট্রিকসের বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখন আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টে জমে থাকা সকল মেইল রিমুভ করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই!
জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !
আমাদের অনেকের পুরোনো ইমেইল অ্যাকাউন্ট থাকে অনেক সময়। কিন্তু বহুদিন পর ইমেইল অ্যাকাউন্টে লগিন করে দেখলেন, ইনবক্সে জমে গেছে অপ্রয়োজনীয় হাজার হাজার ইমেইল? এখন এই মেইলগুলো মুছে ফেলতে চাচ্ছেন?? কিন্তু এতোগুলো ইমেইল ম্যানুয়ালি ডিলেট করা অসম্ভব! আমরা জানি, জিমেইল ইনবক্সে প্রত্যেক পেজে ৫০টির মতো ইমেইল থাকে। অর্থাৎ ডিলেট করতে হলে আপনাকে এখন প্রতি ক্লিকে এই ৫০টি করে ইমেইল ডিলেট করতে হবে। আর এভাবে যদি আপনি ডিলেট করতে থাকেন, তাহলে ভেবে দেখেছেন কি, কতক্ষণ সময় নস্ট হতে পারে আপনার মেইলে জমে থাকা এই ইমেইলগুলো ডিলেট করতে? চিন্তা নেই, আছে স্মার্ট সল্যুশন। 
জিমেইল ইনবক্সে জমে থাকা সকল ই-মেইল ডিলেট করুন এক ক্লিকে !

জিমেইল অ্যাকাউন্টের ইনবক্স থেকে সকল ই-মেইল এক ক্লিকে ডিলেট করার পদ্ধতি 

আমি আজ আপনাদের সাথে সকল ইমেইল ডিলেট করার ট্রিকসটি ভিডিও টিউটোরিয়াল আকারে নিয়ে এসেছি। তাই আমার বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আশা করি খুব সহজেই ট্রিকসটি বুঝবেন। তবুও, আপনাদের স্বার্থে সংক্ষেপে এবং এক নজরে ধাপগুলো নিচে উল্লেখ করছিঃ
  • আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন। লগিন করার সময় একটি বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা স্লো ইন্টারনেট ইউজাররা সাধারণত জিমেইল অ্যাকাউন্টটি Load Basic HTML অপশনে ওপেন করি। কিন্তু আজকের ট্রিকসটির জন্য আপনাকে অবশ্যই Standard Mode দিয়েই কাজ করতে হবে। 
  • ইনবক্সে লগিন করার পর, সার্চ বক্সে লিখুন before:2015/07/01 এবং সার্চ বাটন ক্লিক করুন। এই উল্লেখিত কমান্ডটি নিয়ে ভাবছেন? বুঝতে পারছেন না কমান্ডটি? যদিও ভিডিওতে আমি কমান্ডটি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছি। তবুও সংক্ষেপে বলছি, before:2015/07/01 এই কমান্ডটিতে আপনারা দেখতে পাচ্ছেন 2015/07/01 দারা একটি তারিখ বুঝানো হচ্ছে। এখানে লক্ষ্য করুন এই তারিখটি আজকের দিনের তারিখ। অর্থাৎ ২০১৫ সালের ১লা জুলাই। তাহলে তারিখটির ফরম্যাটটি বুঝে নিন। প্রথমে সাল, তারপর মাস এবং সবশেষে তারিখটি উল্লেখ হয়েছে। তাহলে পুরো কমান্ড থেকে আপনারা নিশ্চই অনুমান করতে পারছেন, before:2015/07/01 দ্বারা আমরা ২০১৫ সালের ১লা জুলাই তারিখের আগের সকল ইমেইল সার্চ করতেছি। যেহেতু আমরা সকল ইমেইল ডিলেট করতে চাই। চাইলে আপনি আপনার ইচ্ছেমত তারিখ বসাতে পারেন। অর্থাৎ আপনি যদি কোন নির্দিষ্ট তারিখের আগের সকল মেইল মুছে ফেলতে চান তবে সঠিক ফরম্যাটে তারিখটি বসিয়ে দিন কমান্ডটিতে। আরও বিস্তারিত বুঝতে ভিডিও টিউটোয়ালটি অবশ্যই দেখবেন।
  •  কমান্ডটি দিয় সার্চ করার পর জিমেইলের সিলেক্ট অল অপশনটি ক্লিক করুন । তাহলে একটি লেখা দেখতে পারবেন All 50 conversations on this page are selected. Select all conversations that match this search । অর্থাৎ মাত্র ৫০টি মেইল সিলেক্ট হয়েছে। কিন্তু আমাদের তো দরকার সকল মেইল ডিলেট করা। এজন্য Select all conversations that match this search লিঙ্কটা ক্লিক করুন এবং সবশেষে এই অবস্থায় ডিলেট আইকনটি ক্লিক করুন।
  • ব্যাস, সকল ইমেইল খতম! কিন্তু একি, সব ইমেইল তো আপনার সামনেই তবু রয়ে গেছে! ঘাবরাবেন না, এবার Inbox -এ একটা ক্লিক মারেন শুধু! কি, ক্লিক মেরে ফেলেছেন? তাহলে তো কেল্লা ফতে হয়ে গেছে। এবার কি দেখতে পেলেন? সব যন্ত্রনার ইমেইল না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন? আপনিতো ভাবছেন সব ইমেইলকে না ফেরার দেশে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু না! সেগুলো ইনবক্স ফোল্ডার থেকে বিদায় নিলেও Trash ফোল্ডারে আছে। এটা প্রায় সকল জিমেইল ব্যবহারকারীর জানা। অর্থাৎ সিস্টেমটা অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতো। কোন কিছু ডিলেট করলে সেটি মূলত রিসাইকেল বিনে যায়। চাইলে রিসাইকেল বিন যেমন ফাঁকা করে ফেলা যায় তেমনি চাইলে আপনি আজাইরা ইমেইলগুলোকে Trash ফোল্ডারে গিয়ে Empty Trash Now ক্লিক করে ফাঁকা করে ফেলতে পারেন। এই কথাটি যদিও ভিডিও টিউটোরিয়ালে উল্লেখ করতে মনে ছিল না। যাই হোক, এখানে তো জানিয়েই দিলাম আর আপনারা জেনেও গেলেন! খুশি তো?

কেমন লাগলো আমার আজকের টিউটোরিয়াল। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের শেখানোটা আরও সহজতর করতেই ভিডিও টিউটোরিয়ালও শেয়ার করে থাকি। কিন্তু নতুন অনেকে সেই ভিডিও টিউটোরিয়াল দেখেও নাকি বুঝতে পারেন না। আমার কাছে এর পরে আর কিছুই করার থাকেনা। আপনাদের জানা উপায় থাকলে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ...
0

অনলাইনে পাসওয়ার্ড হ্যাকিং থেকে নিরাপদ থাকতে জেনে রাখুন ১০ টিপস !!!

Posted in ,

অনলাইনে পাসওয়ার্ড হ্যাকিং থেকে নিরাপদ থাকতে জেনে রাখুন ১০ টিপস
ইন্টারনেট লাইফে পাসওয়ার্ড হ্যাকিং এক আতংকের নাম ! যখন তখন হ্যাক হয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড হ্যাকিং করে হ্যাকাররা আপনার মহামূল্যবান গোপন তথ্য চুরি, অ্যাকাউন্ট ব্যালেন্স চুরি কিংবা আপনার গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাকাউন্ট যেমনঃ ফেসবুক, মেইল, অনলাইন ব্যাংকিং সার্ভিস নষ্ট করে দিতে পারে মুহূর্তেই। কিন্তু তাই বলে কি হ্যাকিং থেকে বাঁচার কোন উপায় নেই? হ্যাকারদের ভয়ংকর হ্যাকিং থেকে রক্ষা পেতে আপনাকে নিতে হবে পূর্ব প্রস্তুতি, মেনে চলতে হবে নিরাপত্তামূলক ব্যবস্থা এবং জানতে হবে সিকিউরিটি টিপস। আজ জেনে নিন, অনলাইনে পাসওয়ার্ড হ্যাকিং থেকে নিরাপদ থাকার বেশ কিছু সিকিউরিটি টিপস। কারণ, বলা তো যায়নাঃ যেকোন সময় হ্যাকিং এর কবলে পড়তে পারেন আপনিও?

একই পাসওয়ার্ড সব সাইটের অ্যাকাউন্টে ব্যবহার করবেন না

শুধু ফেসবুক বা ই-মেইল অ্যাকাউন্টই নয়! এসব অ্যাকাউন্ট ছাড়াও প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর থাকে আরও প্রয়োজনীয় নানা অ্যাকাউন্ট। সচারচর প্রত্যেক অনলাইন ইউজার তাঁর সকল অনলাইন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। অর্থাৎ ফেসবুক, জিমেইল, ইয়াহু কিংবা যেকোন ওয়েবসাইটের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। যা মোটেও ঠিক না। কারণ, কোন কারণে আপনি যদি হ্যাকিং –এর শিকার হোন। তবে হ্যাকার আপনার একটি মাত্র পাসওয়ার্ড জেনেই সহজেই আপনার সকল অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। তাই আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য দিন পৃথক পৃথক পাসওয়ার্ড।

নোট করে রাখুন আপনার সকল পাসওয়ার্ড

ইতিমধ্যেই আপনি জেনেছেন, সকল ওয়েবসাইটের অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড। কিন্ত, এতো পাসওয়ার্ড মনে রাখা কি সম্ভব? অবশ্যই নয়! তাই ব্যক্তিগত নোটবুক বা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলে লিখে রাখতে পারেন আপনার সকল পাসওয়ার্ড। শুধু নোট করে রাখলেই চলবেনা। উক্ত মূল্যবান নোটবুক বা ফাইল অবশ্যই রাখতে হবে নিরাপদ কোন স্থানে।

পাসওয়ার্ড হতে হবে শক্তিশালী

পাসওয়ার্ড হলেই হবেনা। যেন আপনার পাসওয়ার্ড হয় অনেক শক্তিশালী। সেদিকেও খেয়াল রাখতে হবে আপনাকে। গবেষণামূলক রিপোর্ট থেকে জানা যায়, সহজ ধরণের পাসওয়ার্ড সাধারণত অনেক সহজেই হ্যাক হয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন? বিভিন্ন ক্যারেক্টার, স্পেশাল চিহ্ন, সংখ্যা মিলিয়ে বানাতে পারেন আপনার শক্তিশালী পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ডে নূন্যতম ৮ অক্ষরের বেশী রাখবেন। ছোট-বড় অক্ষরের মিশ্রণ রাখাও বুদ্ধিমানের কাজ। বেশীরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই তাদের নাম, মোবাইল নম্বর কিংবা জন্ম তারিখকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু এ ধরণের পাসওয়ার্ড পরিচিত লোকজনেরা খুব সহজেই বের করে ফেলতে পারেন। তাই মোটেও এ ধরণের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত নয়। অনেকের মাঝেই 12345, 123123, abcdef, abc123 এই ধরণের সহজ পাসওয়ার্ড দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ ধরণের পাসওয়ার্ড কখনো ভুলেও ব্যবহার করবেন না। এক কথায়, নিজ বুদ্ধিতে তৈরি করুন শক্তিশালী কোন পাসওয়ার্ড।

ফিশিং সাইট থেকে বিরত থাকুন

কোন ওঁত পেতে থাকা ফিশিং সাইটে আপনার পাসওয়ার্ড দিলেই হ্যাকিং এর সম্মুখীন হবেন নিশ্চিত। তাই ফিশিং সাইট গুলো থেকে রক্ষা পেতে সব সময় সাবধান থাকুন। একটু খেয়াল রাখলেই ফিশিং সাইটের ফাঁদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। মূল্যবান অ্যাকাউন্ট যেমনঃ ফেসবুক, জিমেইলের লগিন পেইজের মতো দেখতে অনেক পেজ দেখা যায় অনলাইনে। এই ভুয়া পেজ বা সাইটগুলোই হলো ফিশিং সাইট। এই ধরণের সাইটে কখনই সত্যিকারের সাইট ভেবে লগিন বা রেজিস্টার করবেন না। অরিজিনাল সাইট ছাড়া কোন সাইটেই রেজিস্টার বা লগিন করবেন না। হ্যাকাররা মূলত বিভিন্ন প্রলোভন দেখিয়ে এসব ফিশিং সাইটে লগিন করতে উদ্ধুদ্ধ করে থাকে।

ইউনিক রাখুন আপনার ই-মেইলের পাসওয়ার্ড

আপনি যে সাইটেই অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন করুন না কেন। আপনার সকল অ্যাকাউন্টের মূলে রয়েছে আপনার ই-মেইল। তাই সবার আগে নিতে হবে ই-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা। কারণ ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার যেকোন অনলাইন অ্যাকাউন্টই হ্যাক করা সম্ভব। তাই ই-মেইল অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে সচেতন থাকুন সবচেয়ে বেশী। কারণ আপনার ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদে থাকলে আপনার অন্য যেকোন অ্যাকাউন্ট হ্যাক হলেও দ্রুত পুনরুদ্ধার করার সুযোগ পাবেন। তাই ই-মেইলের পাসওয়ার্ড সবসময় শক্তিশালী এবং ইউনিক রাখেবন। ই-মেইলে যে পাসওয়ার্ড ব্যবহার করেন সেই পাসওয়ার্ড যেন অন্য কোন সাইটের অ্যাকাউন্টে ব্যবহার না করেন সেদিকে লক্ষ্য রাখুন।

অন্যের ডিভাইসে নিজের অ্যাকাউন্টে লগিন করা থেকে বিরত থাকুন

নিরাপত্তার জন্য অনেক বিষয়েই আপনাকে থাকতে হবে সতর্ক। তাই অন্যের ডিভাইস যেমনঃ পিসি, ট্যাব, স্মার্টফোন ইত্যাদিতে নিজের যেকোন ধরণের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে লগিন করা থেকে বিরত থাকুন। বিশেষ করে, সাইবার ক্যাফের কম্পিউটারের কথা বিশেষভাবে উল্লেখ্য। কারণ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে সেই ডিভাইসে থাকতে পারে কোন বিশেষ প্রযুক্তি। যেমনঃ কি-লগার

কাজ শেষে লগ আউট করতে ভুলবেন না

কাজ শেষে আপনার অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করবেন। এমনকি ব্যক্তিগত কম্পিউটারেও সেটা করা উচিত। কারণ আপনার অনুপস্থিতে যে কেউ আপনার ডিভাইসে উক্ত অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। তাই কাজের শেষে অ্যাকাউন্ট থেকে লগ আউট হতে ভুলবেন না।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন

নিয়মিত আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করার চেস্টা করবেন। প্রতি মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এছাড়াও অ্যাকাউন্ট হ্যাকিং জনিত কোন সন্দেহ দেখা দিলেই দেড়ি না করে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। এতে সুরক্ষিত থাকবে আপনার অনলাইন অ্যাকাউন্ট।

সাবধান থাকুন কি-লগার সফটওয়্যার থেকে

কি-লগার হলো এক ধরণের হ্যাকিং সফটওয়্যার। এই সফটওয়্যার যে ডিভাইসে ইন্সটল করা থাকে, ঐ ডিভাইসে ব্যবহারকারী তাঁর পাসওয়ার্ড টাইপের সময় পাসওয়ার্ড চুরি করে থাকে। অবশ্যই, আপনি কি-লগার সফটওয়্যারের ফাঁদে পড়তে চান না? কিন্তু কি-লগারের ফাঁদ থেকে রক্ষা পেতে আপনাকে হতে হবে বেশ সতর্ক। কারণ এ ধরনের সফটওয়্যার আপনার অজান্তেই আপনার ডিভাইসে অন্য যেকোনভাবে ইন্সটল হতে পারে। অনলাইন থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার সময় আপনার চোখের আড়ালেই আপনার ডিভাইসে ঢুকে পড়ে হ্যাকারদের প্রেরিত কি-লগার সফটওয়্যার। তাই অনলাইনে ফাইল ডাউনলোড করুন বিশ্বস্ত সোর্স থেকে। এছাড়া অ্যান্টিভাইরাস সফটওয়্যারও ব্যবহার করতে পারেন নিরাপত্তার জন্য।

অধিক সাবধানতার জন্য ব্যবহার করুন অন স্ক্রিন কি-বোর্ড

হ্যাকিং বিষয়ক কি-লগার সফটওয়্যারগুলো মূলত আপনার ডিভাইসের কি-বোর্ড ট্র্যাক করে থাকে। তাই অধিক সাবধানতা এবং কি-লগারের ফাঁদ থেকে বাচতে চাইলে পাসওয়ার্ড টাইপ করতে ব্যবহার করতে পারেন অন স্ক্রিন কি-বোর্ড। এর ফলে আপনার পাসওয়ার্ড টাইপ ট্র্যাকিং করতে পারবেনা কি-লগার টাইপের সফটওয়্যারগুলো।

আশা করছি, এই সিকিউরিটি টিপসগুলো জানা থাকলে এবং সে অনুযায়ী সচেতন থাকলে আপনি তুলনামূলক সুরক্ষিত। হ্যাকিং সংক্রান্ত আপনার নিজস্ব অভিজ্ঞতা জানাতে অথবা যেকোন মতামত শেয়ারের জন্য কমেন্ট করুন। ধন্যবাদ।
0

8 million of income in one of the 8-year-old child! Let's see how the proceeds of the so !!

Posted in , ,

৮ কোটি টাকা ইনকাম করে ৮ বছরের এক বাচ্চা ! কিভাবে করে এতো আয় আসুন দেখি !!

পোস্টটি ফেসবুক আপডেট পেলাম এই মাত্র সত্যি হেডলাইন পড়ে প্রথমে ভাবলাম এটা কি করে সম্ভাব আমি তো ৮ বছর বয়সে নিজের হাতেই খেতে পারতাম না ইনকাম তো দূরের কথা কিন্তু আমি নিজ হাতে খেতে না পারলেও এই খুদে বালক মাত্র ৮ বছর বয়সে ১ বছরে ১ কিংবা ২ কিংবা ৩ কোটি না একদম ৮ কোটি টাকা করে ইনকাম করে এর বাচ্চাটির নাম ইভান । এখুন আপনাদের মনে প্রশ্ন যাগছে কিভাবে এই এই ছোট্ট বাকল ইভান ইনকাম করছে মাত্র ৮ বছর বয়সে যেটা আমারা ২৮ বছর কিংবা ৩৮ বছর বয়সেও পারছি না । হা! হা! হা! দাঁড়ান আরও চমক আছে ইভান এই ইনকাম করে সম্পূর্ণ অনলাইনে এবং জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে ।
ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন তাহলেই ভিডিও দেখতে পাবেন ইভানের ! :) 

ইভানের Youtube এ একটা নিজের চ্যানেল আছে যেটা ইভান ও তার বাবা সখের বসে শুরু করে এই চ্যানেল টির নাম 'ইনভ টিউব এইচডি' এই চ্যানেল ইভান বিভিন্ন ভিডিও গেমের রিভিও করে সে যে নিজেই এই রিভিও করে তা  কিন্তু না তাকে সাহায্য করে তার মা এবং বোন ও এবং ইভান এই Youtube এ খেলার রিভিও এর দ্বারা বছরে ১৩ লক্ষ ডলার ইনকাম করে যেটা ভারতীয় টাকাতে প্রাই ৮ কোটি টাকা এখুন বাংলাদেশের কিসাবে আরও বেশি হবে । এখুন বুঝতেই পারছেন এই ইনকাম ইউটিউব থেকে কিভাবে আসে ! অবশ্যই সম্পূর্ণ অ্যাড থেকে এই ইনকাম আসে । ইভান এর বাবা জেরড জানিয়েছেন এই সব অ্যাড এর দেখা শোনার জন্য একটি টিম রয়েছে । 
কি এখুন ভাবছেন শুরু করে দিবেন আপনিও দিতে পারেন আপনার মধ্যে এই রকম কোন দক্ষ থাকলে সে না হয় করবেন তার আগে কিভাবে এই রিভিও করে নিচের ভিডিও দেখে নিন !



তাহলে আজকের মতো এই পর্যন্ত আজকের এই নিউজটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো লাগলে কমেন্ট করেতে ভুলবেন না । নিউজটি কোথাও থেকে কপি করা হয়নি সম্পূর্ণ নিজে লিখেছি কিন্তু সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে । ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
0

আপনি জানেন কি আপনার গুগল ক্রোম ব্রাউজারে রয়েছে লুকিয়ে থাকা একটি গেইম?

Posted in , ,

 আপনি কি জানেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে রয়েছে লুকিয়ে থাকা একটি গেইম?
আপনি যদি হয়ে থাকেন একজন গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারী। তবে আপনি শুনে আশ্চর্য হবেন যে, আপনার গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে রয়েছে লুকিয়ে থাকা একটি গেইম। অর্থাৎ গুগল ক্রোমে এই হাইড (Hide) থাকা গেইমটির সাথে অধিকাংশ ক্রোম ব্যবহারকারীই পরিচিত নন। আবার অনেকেই আবিষ্কার করে ফেলেছেন লুকিয়ে থাকা সেই মজার গেইমটি। এটি বড় ধরণের কোন গেইম না হলেও আমি নিশ্চিত বলতে পারি, হঠাত করে এই গেইমটি আবিষ্কার করে ফেললে আপনি অবশ্যই মজা পাবেন এবং আশ্চর্য হবেন! তো যারা এখনও সেই লুকানো গুগল ক্রোম গেইমটির সাথে পরিচিত হতে পারেন নি। তাদের সাথে আজ পরিচয় করিয়ে দিব ক্রোমের মজার গেইমটির।

ইন্টারনেট কানেকশন ছাড়াই কখনও যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারে কোন সাইট ব্রাউজ করার চেস্টা করে থাকেন। তবে অবশ্যই আপনি নিচের ইমেজের মতো দেখতে Error বার্তার সাথে পরিচিত আছেন? হ্যাঁ, ইন্টারনেট কানেকশন না পেলে গুগল ক্রোম সাধারণত এরকম একটি Error বার্তার পেজ এর ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে।

আর মজার ব্যাপার হলো, এই Error পেজেই লুকিয়ে থাকে অবাক করা সেই ছোট্ট গেইমটি! গেইমটির চমক পেতে প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং যেকোন একটি ওয়েব সাইট ব্রাউজ করার চেস্টা করুন। এবার পাবেন সেই Error পেজটি। আর তারপর আপনার পিসির কি-বোর্ডের স্পেস বাটনটি চাপলেই পাবেন সেই মজার গেইমটি। এখন আর গেইমটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। কারণ এই সাধারণ গেইমটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। গেইমট খেলতেও ব্যবহার করবেন কি-বোর্ডের স্পেস বাটন। গেইম স্ক্রিনে দেখতে পাবেন আপনার গেইম স্কোর এবং সর্বোচ্চ স্কোর।
আপনি কি জানেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে রয়েছে লুকিয়ে থাকা একটি গেইম?

শুধু পিসি ব্যবহারকারীদের জন্যই নয়! অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজার ব্যবহারীরাও পাবেন এই গেইম। এজন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন ফ্লাইট মোড চালু করে ক্রোম ব্রাউজারে যেকোন সাইট ব্রাউজারের চেস্টা করুন। এতে আপনি পাবেন সেই এরর পেজটি। তবে এতে গেইম খেলার জন্য আপনাকে ফোনের স্ক্রিনে চাপ দিলেই হবে।

উল্লেখ্য যে, গুগল ক্রোমের এই অফলাইন গেইমটি জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে তৈরি করা হয়েছে।